দেখে শুনে চলছি পথ হোঁচট খাবার ভয়
জ্যোতিষ বলেছে, আয়ু রেখার হচ্ছে নাকি ক্ষয় !    
পণ্ডিত মৌলবি দিচ্ছে ব্যখ্যা, ধম্ম নাকি খায়  
রাজনীতির রণতরী টালমাটাল, কেউ নেয়না দায়।


অর্থনিতি গিলছে জল, ধুরন্ধর সব জালিয়াতের ফাঁদে
করের টাকায় চলছে মোচ্ছব, যে যার বোঁচকা বাঁধে
উন্নয়নের কেত্তন শোনায় আড়কাঠি সব ফড়ের দল  
রঙের খেলায় সবাই রাজা, স্বচ্ছতায় হাঁটু জল।


শ্রমিক শ্রেণীর ভাবনা ভেবে, চাইছে মোড়ল প্রতিকার  
চাষির দুঃখে কাতর প্রাণ, নানা প্যাঁচের অঙ্গীকার  
শ্রম উন্নয়নের ঠিকেদারি পায় টেবিলের নিচের দক্ষতা
স্বচ্ছতার খুড়োর কলে শংসা পত্রেই, দক্ষ শ্রমের মান্যতা !

ধম্মে মদে আসর গুলজার,  মুক্তচিন্তা যাক কবরে  
ছবি ভাষণ মোক্ষম অস্ত্র, খরচ !  সৌজন্য প্রচারে  
শ্রমশক্তি হলে বিফল,  জমবে মিছিল চলবে ধারা    
আশার স্বপ্ন দেখবে কে ?  না থাকলে সর্বহারা।    


বাতাসে বিষ, খাবারে বিষ,  বিষ মিশছে  সমাজে  
সিরিয়ালের চরিত্রে খুঁজি নিজেকে, সুখ বিলোবার গরজে    
অর্থবিহীন শব্দপুঞ্জে বলতে যা চাই, বোঝার মত নয় !
ছায়ার চলনেই ছন্দ পতন, শিরদাঁড়াতে নামে ভয়।  


সোনারপুর
২৪.১২.২০১৮