যে ভ্রুন এখনো ডিমের ভিতর, সে চেতনায় ভাবছে  
পৃথিবীর প্রতি কোণে আলোর বন্যা, অন্তহীন আকাশ
অশেষ সুষমায় উছলিত প্রাণ, গীতিময় বসন্ত বিলাস  
অথচ তার চার পাশে শক্ত আবরণ, দুর্ভেদ্য অন্ধকার
এটাই কি তার ভবিতব্য, সে কি মুক্তি পাবে না !
ভাবতে ভাবতে একদিন নরম ঠোঁটে ঠোক্কর দেয়
অনুভবে বোঝে আবরণ তেমন শক্ত নয়, সাহস পায়
আর একবার ঠোক্কর দিতেই মেলে আলোর দেখা
আনন্দে তাকিয়ে দেখে, অসীম আকাশ মুক্ত বাতাস
দিন যায়, পরিণত হয়, ওড়ার বাসনায় অস্থির মন
ধীরে সে উড়তে থাকে, ডালে ডালে; ছাদের কার্নিশে
তারপর সে ঊড়ে যায় আরো দূরে, আলোর আকাশে
সঙ্গী পায় আনন্দে গান গায়, কাটাতে থাকে সময়
ডালে ডালে ঊড়তে উড়তে শিকারির চোখে পড়ে
একটা ঝটকা, সে পড়ে যায়, চোখে নামে অন্ধকার
তার চেতনা বলে ওঠে, তোমার ভাবনার চেয়ে ভয়ঙ্কর !


সোনারপুর
০২.০৯.২০