এই যে পেলাম তার দেখাটি
এমন করে ক’জনায় পায়?
কম লোকেরই ভাগ্যে এমন
দ্বিতীয় জীবন সমান্তরাল একজীবনে কাটানো হয়
দুঃখ যতই থাক চারিপাশ, সেই জীবনে খুশিই খুশি
দুটি চোখেই যখন দেখি দেখার সীমার হাজার বেশি
এ চোখ কেবল কবির আছে, আর আছে সেই চিত্রকরের  
অনুভবের শস্যক্ষেতে ফুল ফুটে যার দ্যুতি ছড়ায় লক্ষ হীরের