"শোন খোকা সব কিছু দেখতে নেই
দেখেই যদি ফেল প্রতিবাদী হবে না কখনো।"
একজন বয়সী মানুষ টেনে সরিয়ে দিলেন
আমাকে কোলাহল থেকে।
-
নিলামে উঠছে দেশ, উঠুক ---
পাড়ায় পাড়ায় কসকোর দোকান নেই,
রেশনিং ব্যবস্থা উঠে গেছে শহর থেকে
বেসরকারি খাতে চলে যাচ্ছে ট্রেন, যাক্।
বিশ্ব ব্যাংক এসে রক্ত চক্ষু দেখাচ্ছে ----
হুমকিতে পড়ছে সেতুর মেরামতি,নতুন প্রকল্প,
নদীর ভাঙন,উদবাস্তু মানুষ, নদী শাসন।
-
হাত বদল হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক,
কারখানা,পরিত্যক্ত জমি,তেজারতি ভবন।
বন্ধ হচ্ছে দেশ জুড়ে কাপড়ের মিল-চটকল
বোমা ফাটছে একসাথে চৌষট্টি জেলায়
দেশের ঠিকাদারি নিচ্ছে রাজনৈতিক দল, নিক।
-
প্রজ্ঞাপণ জাড়ি করে মুহুর্তে পালটে যাচ্ছে
চেনা প্রক্ষাপট,বীলিন হচ্ছে পুরানো বসতি।
তৈরি হচ্ছে বহুতল ভবন গভীর পাইলিং এ
উষ্ণ সুপের বাটিতে চুমুক দিচ্ছে বিশিষ্টজনেরা,
ক্রমাগত বদলে যাচ্ছে সভ্যতার সংস্কৃতিক ভবিষ্যৎ।
-
পাঁচতারা হোটেলে চলছে বিদেশি নর্তকীর রুদ্রতান্ডব
আক্রোশের তন্দুরি মাংসভূনায়
ডুবিয়ে খাচ্ছে কাডার সদস্যরা, খাক।
প্রতিরক্ষা বাহিনী মুগ্ধ হয়ে আছে ইউ এস মিশনে।
-
যা ঘটছে চারপাশে ঘটুক
সব কিছু দেখবে তুমি, জিহব্বাহীন মানুষের মতো !!


১৩/০৯/২০২০, ঢাকা।