আমারও আকাঙ্খা বহুদিনের
তোমার লাইব্রেরি বাগানে হাঁটি
প্রাণ ভরে শ্বাস নেই
গন্ধ নেই ফুল ও ফলের
-
স্মরন করি পিতা পিতামহের স্মৃতি
পূর্ব পুরুষের প্রনোদনা দান খয়রাত
তাদের পদচারণার চিহ্ন --
-
খুঁজে দেখি
চেনা ফুল,চেনা ফল গাছ, বৃক্ষের সারি
সারিবদ্ধ গাছ, আজো কি পাখি ডাকে,
চেনা সুরে
আজও কি তাদের স্পর্শ লেগে আছে!
খুঁজে দেখি
খুঁজে দেখি কোনো চেনা গাছ সেই সময়ের
খুঁজে দেখি কোন চেনা পাখি ডেকে ওঠে কিনা
খুঁজে দেখি, গল্প শোনা কোন প্রিয় বই
কে আছে কোথায় কেমন আছে তারা!?
-
খোকসা, জানিপুর  আমার বহুদিনের চেনা নাম
১৯৩৪ এ আমার পিতৃদেব সুরেন্দ্র নাথ রায়
ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এ-ই খোকসায়
কত সহজ সম্পর্ক ছিল
কত সহজ ছিল মানুষগুলো
অবলীলায় কত গল্প শুনেছি
কতগুলো নাম বারবার উচ্চারিত হতো
জানিপুরের দিনেশ নন্দী, সুধির সিংহ,
মানিককাঠের যতীন দত্ত,
আজও কি আছে তারা,মাটির মায়ায়
আঁকড়ে ভিটেমাটি,তাদের কোন উত্তর সূরী !?
-
খুঁজে দেখি তাঁদের স্পর্শধন্য কোন গ্রন্থ
-
আমাকে আবার ফিরিয়ে আনলো
পুনঃবার জসীম এই জনপদে,
খোকসা কমিউনিটি লাইব্রেরি চত্বরে।


২১.১১.২০২১
কোর্টপাড়া,কুষ্টিয়া।