ঘাতক ঘরেই থাকে
বসে থাকে ঘাপটি মেরে
কখনো টেলিফোনে বিরূপ কণ্ঠস্বর
কখনো আসে বেনামী কদর্য্য চিঠি 
ঠোকরে ঠোকরে জীবন ছেড়াবেড়া
-
কলঙ্ক আছড়ায় বোশেক ঝড়ের গতিতে
একবার উঠলে ছড়িয়ে দাপিয়ে একাকার
ওঝার মরণ হয় সাপের ছোবলে
তবুও জন্ম সূত্রে আবদ্ধ শঙ্কাহীন
-
অন্য পক্ষে সারা মেলে না আর
আমি দ্বন্দ যুদ্ধে নামি নিত্যদিন।


২৯.০৬.২০২২
তেজকুনি পাড়া, ঢাকা।