চুপ চুপ কোন শব্দ যেন না ওঠে তোমার পথ চলায় ---
-
এখানে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সৈনিকেরা শুয়ে আছে
এখানে ভারত ছাড়ো আন্দোলনের বিপ্লবীরা শুয়ে আছে
এখানে  শুয়ে আছে, যারা দেশ বিভাগের বলি হয়েছিল
এখানে তারা শুয়ে আছে বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা ঘর ছেড়েছিল।
-
আরো শুয়ে আছে সংখ্যা লঘু লাঞ্চিত পুরুষ, মহিলা ও তাদের সন্তান সন্ততি পরিবার পরিজন
এখানে শুয়ে আছে নদীর পাড় ভাঙা মানুষেরা
এখানে শুয়ে আছে সেই সব অকাল প্রয়াত বঞ্চিত অসহায় মানুষেরা!
-
চুপ চুপ কোন শব্দ করোনা, ওদের ঘুম ভেঙে যাবে ওদের ঘুমুতে দাও,শান্তিতে ঘুমুতে দাও !!


২১.০৭.২০২২
বসুন্ধরা, ঢাকা।