এখন তুমি মুক্ত করেছ এ দেশ,
বদলে ফেলেছো মানচিত্র পুরানো স্থাপনা, প্রশাসন,
প্রতিরক্ষা বাহিনী, মনে মনে ফেলছো স্বস্তির নিশ্বাস!
দখল করেছ সমতল, পাহাড়ের ভূমি, জুমখেত, আমবাগান, দীঘি, বড় জলাধার, ফসলের মাঠ, রাই সরিষার খেত,
কারখানার মালিকানা, চাবাগান, ওষুধের ব্যবসা, মনোহারি দোকান, ভূষিমালের ব্যবসা, দরজীর দোকান, জুয়েলারি - সব - সব
বন্দরের ব্যবসা,জাহাজ ভাঙার কারবার, সব সব করায়ত্ব করেছো তুমি।
-
আর এস রেকর্ড এ সব নাম বদলে দিয়েছো সুকৌশলে -
শিক্ষা দান করছে আলখাল্লা পড়া সৌম্য বুজর্গের দল,
অফিস আদালতে কর্তৃত্ব করছে তোমার নিজস্ব স্বজন -
ধর্মীয় বিধানে মুড়ে দিচ্ছে তোমার জীবন যাপন।
-
এখন কি তুমি সুখে আছো?
তাহলে কেন রক্ত ঝরে, বিভিন্ন সড়কে, গ্রামে ও মহল্লায় !
কেন ভূমি হীন হচ্ছে বর্গা চাষীরা, দলে দলে ছুটছে শহরে
আশ্রয় এর খোঁজে,খাদ্যের খোঁজে,কর্ম ও বসতির খোঁজে!
ধর্ষিত হচ্ছে মা ও বোনেরা, নিরাপত্তাহীন কেন
স্কুল-কলেজ পড়ুয়া আত্মজার দল!
চিকিৎসা করছে তোমার নিজস্ব মানুষের দল বল–
তাহলে কেন তোমাকে ছুটতে হয় ভিন দেশে,সীমান্ত
পেরিয়ে!