পেতে চাও সফালতা কর তবে চেস্টা,
বিফলতা ঘুচে যাবে বাড়বে জ্ঞান তেস্টা।


জ্ঞানীগুণী হতে চাইলে সময়ের দাও মূল্য,
অযথা কাল ক্ষেপন বোকা কর্মসম তুল্য।


মহান প্রভু সৃজিয়া কলম আদেশ দিলেন লিখতে,
অবনী পরে কুর'আন মাঝে দিলেন আদেশ পড়তে।


পারবো না এ কথা বলতে বারন করেন রজনীকান্ত,
তব চেস্টায় কিশোর বেলায় কবি হলেন সুকান্ত।


জগতে যারা জ্ঞান পেয়ে হয়েছেন গরীয়ান,
বিনা চেস্টায় হয়নি তো তারা মহান মহীয়ান।


তাই বলি এসো  বন্ধু! জ্ঞান চর্চায় জীবন করি ধন্য,
মুছে যাবে অজ্ঞতার কাল মেঘ আমরা নই অজ্ঞ ও বন্য।


উৎসর্গঃ প্রাণ প্রিয় আদরের ছোটভাই সুজন কে।


আব্দুর রউফ সালাফী
বি,এ( অনার্স),৩য় বর্ষ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।