ধরণী যখন কাঁপিবে স্বীয় কম্পনে প্রবলভাবে,


যা কিছু আছে তার গহ্বরে তা বের করে দিবে।


চকিত কন্ঠে বলিবে মানুষ হায়! এর কি হল?


সেদিন কহিবে পৃথিবী ধরাধামে যা কিছু ঘটেছিল।


সারা জগতের জগতপ্রভূ তাকে দিবেন ফরমান,


দলবদ্ধ বের হবে মানুষ কৃতকর্ম দেখাবেন রহমান।


সৎকাজ করিলে হেথা দেখিবে হলেও অণুসম,


অসৎ কাজের হিসাবেও সেদিন হবে না অসম।


রচনাকালঃ ০১/০২/২০১৮


আব্দুর রউফ সালাফী, বি.এ অনার্স, ৩য় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।


ইমেলঃ salafi12016@gmail.com
মোবাঃ ০১৫১৬১২৭৬১৪