হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াও
মেলে দুটি ডানা,
দৃষ্টি সীমায় উড়ো তুমি তবু
ধরতে পারি না।
আখি মেলে ছুটে চল কানন
কুসুম প্রান্তরে,
তোমার ডানার রুপের মোহে
বিসম লাগে অন্তরে।
কুসুম কলি ফুটলে তুমি
ছোট ঘ্রাণের তরে ,
পবন মাঝে তোমার চলন
মুগ্ধ করে মোরে।
এত রুপের ঝলক দিয়ে
ব্যস্ত কেন অতি?
তোমার তরে আমার হৃদয়
ব্যকূল প্রজাপতি!!