ভালোবাসা দিবস


অদৃশ্য এক সুতার টানকে মোরা বলি ভালোবাসা,
ভালোবাসতে যদি দিবস লাগে তবে কিসের ভালোবাসা?
সারা বছরের ভালোবাসা জমে জমে যদি হয় পরিণয়,
বাঁকি দিনগুলিতে কি তবে ভালোবাসার প্রয়োজন নাই??


এ কেমন ভালোবাসা চলছে পার্কে চলছে হোটেল আর ফ্লাটে,
জনক-জননী থাকে অনাহারে, কপালে ভালোবাসা নাহি জোটে।
গরিব-ফকিরকে ভালোবেসে এ দিবসে দেয়না দুমুঠো ভাত,
পার্কের গেটে ভাড়া কমাতে রিকশাওয়ালাকে করে চাপ্টাঘাত।


কপোত কপোতীর মিলনমেলা,ওরা ভালোবাসায় হবে সিক্ত,
প্রেয়সীর মুখ ঘোর অমবশ্যা, প্রেমীক যদি হয় ফুলহীন রিক্ত!!
বেহায়া ভালোবাসার নামে নির্লজ্য ওরা লিখে কাছে আসার গল্প,
সতীত্ব ক্ষুইয়ে ওরা লিখে না কভু কাছে আসার পরের গল্প!!


এ কভু ভালোবাসা নয় চরিত্র ক্ষয়,রোমান গোলামীর সংস্কৃতি,
ধনী-গরিবে বাড়ছে ব্যবধান ধ্বংশ হচ্ছে ইসলামের দুতি।
ভালোবাসা হবে মুমিনে-মুমিনে, নর-নারীতে বিবাহের পরে,
রোজ হাশরে পাবে আরশের ছায়া ভালোবাসলে আল্লাহর রাহে।


[ উৎসর্গঃ আদরের ছোট ভাই সুজনকে]


আব্দুর রউফ সালাফী,বি.এ(অনার্স),৩য় বর্ষ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেলঃ salafi12016@gmail.com
মোবাঃ ০১৫১৬১২৭৬১৪
তারিখঃ১৩/২/১৮