বাঁশীর সুর শোন কান পেতে
মুগ্ধতার আবেশ অবশ করে দেয়-অথচ
তার কান্না টুকু কখনো দেখোনি
ঝাড় থেকে তার মূল বিচ্ছেদের কথাই কেঁদে কেঁদে বলে!


ঝর্ণা দেখে সেকি মুগ্ধতা
উচ্ছাসে কত সেলফি, কত প্রগলভ উচ্চারণ - অথচ
তার পতনের কষ্টটুকু ভাবোনি কখনো
শেকড় ছেড়ে তার দূরেরপানে চলার অনিশ্চয়তার কথা!


মোহনায় গিয়েছ কখনো!
মিলনে যে মরণ !
সে যাত্রায় আমায় বুঝিয়ে ছিল বেশ করে!
মিঠা জলের নোনা হয়ে যাওয়ায় আমি কেঁদেছিলাম।