শূন্যতা হাহাকার আত্মার অতৃপ্ততার প্রতিধ্বনি
ভুলে যাওয়া পরাবাস্তব
স্মরণ না হবার যাতনা
শেকড় সংযোগ হারানো আর্তনাদ।


কেন এত বিষন্নতা
এতো শেষ নয়-
যেমন একদিন গর্ভজীবনের মৃত্যুতে
আনন্দিত পাথির্ব জীবনের যাত্রা শুরু হয়েছিল!


ভয়টুকু - সারা জীবনের অর্জন
সত্য ভুলে যেতেই অস্থায়ীত্বের পেছনে
অন্তহীন ছোটা, একচোখা জীবনের মানে খুঁজে খূঁজে
হঠাৎ সত্যের তীব্র আলোর ঝলকানিতে -দৃষ্টি অন্ধকার!


বদলে গেলে অনুভব,
জ্ঞান প্রজ্ঞা আর বদলের প্রতিজ্ঞায়
কাঙ্খিত মিলনের মতো অপেক্ষা
ভয়হীন প্রত্যাশার-নতুন জীবনের সন্ধানে
সাড়ে তিনহাত তখন অন্তহীন জগতের প্রবেশদ্বার
মুক্তি আর নতুনের আহবানের স্বাদে।।


@ কবি রাবেয়া রাহিম এর "কাঙ্ক্ষিত আহ্বানের স্বাদ" পাঠ করার পর লেখা