নিজের কষ্টটাই দেখলে শুধু
একবারও ভাবলেনা
কেমন থাকতে পারি!
স্বীকার অস্বীকারে কি হয়? ভালবাসায়-তো
শুধু বুঝে নিতে হয়!


অশ্রুতে বইয়ে দিয়ে দু:খ -বেশ আছো
না ঝড়া ব্যাথা গুলো দলা পাকিয়েছে বেশ
বাহারী ডাক্তারী নাম নাইবা জানলে
তবুও বিনিময় খুঁজিনা- শুধু তোমার ভালথাকাই
হৃদয়ের শ্রেষ্ঠ ঔষধ!


ক্ষুধা, তৃষ্ণা, অনিদ্রাতো ভালবাসার উপহার
তোমার অবহেলা, ভুল বোঝাতো
শতচাবুকের চেয়ে যাতনাময়!
সব সয়ে আমি কি পেলাম বলতে পারো?
তুমিই হারিয়ে গেলে দূর দেশে!!!!


মাথায় বিলি কাটা তোমার আলতো ছোঁয়া
বাহিরের চোখে শক্ত মানুষটাকে কেমন গলিয়ে দিতো
আঁচলের মায়াডোরে, খোলা চূলের ঘ্রানে
কেমন শিশুর মতো নাক ডুবিয়ে থাকা
প্রেমার্ত হৃদয়ের সব স্বপ্ন পাথর চাপা
মিলনের অগ্নিগিরি মূখে তুষার পর্বত;
তোমাকে হারিয়ে~~


দোষ দায় স্বীকারে কি হয় বলো
ভালবাসাতো কেবলই শর্তহীন সমপর্ণ!
শুধু জানি এই জনমে হারিয়েছো
আর জনমে তুমি আমার হবে বলেই!