তাঁর খোঁজে যুগযুগান্ত
হাজার লাখো আশিক প্রাণান্ত
দেখোনি কি সেই প্রেমিকের আহুতিদান?
শুদ্ধ প্রেমে যে দিয়েছে ঝাঁপ
প্রেম মণি আহরনের স্বপ্নে
চকচকে চোখের মণিতে তাঁর প্রাপ্তির আনন্দ


ভব কামনা যদি পোড়ায়
সে মোহ- সমুদ্র হয় পলকে
আত্মমগ্নতা আত্মরতি আর আত্মসুখের বিসর্জনেই সে পথ
পলগতিতে পেরিয়ে যায় - সহস্র আলোকবর্ষ দূরত্ব


সুফ বস্ত্রে লুকাতে হবে সকল কাম-ক্রোধ লোভ মোহ মায়া
কারিগরের নিপুনতায় অস্ত্রোপাচার ভব আর ভাবের স্বপ্নে
মুক্ত হৃদয় সকল আবেশ মুক্ত
জানবে তুমি বেঁচে গেছো বহু জগতে চক্রবুহ্য পেরিয়ে
প্রশান্ত চিত্ত আত্মা নির্লিপ্ত ভাবালুতায় ইশ্বর দৃষ্টিতে
দেখে স্বপ্ন, দেখে লিলুয়া বাতাসের লীলা অনন্ততা.....