কষ্টরা এমনই করে - ইতিউতি পালাতে গিয়ে
ক্ষতবিক্ষত করে হৃদয়, মনটা যখন উল্টো স্রোতে অসহায়
ভাটির টানে উল্টো বাওয়া কেবলই গিলোটিনে মাথা রাখা অসহায় স্বপ্ন
বালিকা গণবধুর অনুভূতিহীন রুটিন মিলন
নিস্ফল আক্রোশে আত্মদংশন-প্রিয় অপ্রিয় সব এক রং!


প্রেম কি কখনো পাপ? জাতি ধর্ম ভাষা ভিন্নতা সব আরোপিত
মিলনের শিৎকার, কষ্টের কান্না, আর সূখের হাসি
অক্ষরহীন কি স্বত:স্ফূর্ত প্রকাশ-ডিকশনারী, অনুবাদ - অপ্রয়োজনীয়
কেবল হৃদয়ই অনুভব করে হৃদয় দিয়ে
ছাই বা মাটিতো কেবলই বস্তুগত দেহের রুপান্তর!
বলতো পারো - আত্মাকে কে কবে পুড়ছে!
বরং দেহাতীত বন্ধন মুক্ত তারা
আরো বেশি স্বাধীন - রাধা, লাইলি বা মজনু কৃষ্ণে
ইশ্বরের প্রজ্ঞাপনের অপ্রকাশিত প্রইশ্বর পেপার্স হ্যাক করবে কোন সাধু?
অনেক কিছু বদলে যেত - পদত্যাগ করতো দেবতারা লাজে!
ছাই মাটি ভাবনা ছেড়ে এসো সাধু হই-আত্মার মহাজগতে।।