জীবন যখন ডাকে সে ডাকে চলো নিশ্চিন্তে
পীচ ঢালা পথ কিংবা ধূলো মাখা মেঠো পথের অন্তহীনে
গনগনে রোদে কিংবা শীতের মিঠেরোদ, স্বপ্নীল সূর্যাস্তে
সন্ধ্যা তারার মিটিমিটি আলোয় বা দ্বাদশীর জোছনায়- নির্ভয়ে।


শুধু তুমি আর আমি দু'জনে, তুমি পাশে র'লে
সবই সুন্দর - মঙ্গলের গোলাপী আকাশ, বৃহষ্পতির দুটো চাঁদ
ঝিনাই নদীর পাড়- সব এক হয়ে যায়...
সূখের আনন্দাশ্রু দু'জন দু'জনকে পাবার
জগতের সব সূখ যেন মুঠোবন্দি
মৃত্যুকেও তুড়ি মেরে উড়িয়ে দেয়া
রাতপাখির, আলোর আভাসে উড়ে যাবার মতো।


রক্তধারার নদীতে কষ্টের ঝিকিমিকি নয়
সৃষ্টানন্দের পান্সী উড়িয়ে দাও- পাহাড় বাঁধা না হয়ে হোক মাইলফলক
পেরিয়ে গেলেই সূখ।


হাতাশার গুমোট যখন ঢেকে ফেলে-খুলে দাও মনের কপাট
বেদনারা বদলে যাক আশার কনায়,
শূন্যতার প্রতিটি পল হোক সৃষ্টির উন্মাদনার ভরপুর
দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গির বদলে - বদলে যায় অনুভব
সকল কিছূতেই যখন মেলে ভালবাসার সন্ধান
জীবন তখন মধুরিমাময়।
সে কখনো হারেনা, হারতে দেয়ও না।