কে আমি?

কে আমি?
কবি
প্রকাশনী জাহানারা প্রকাশন, ঢাকা
প্রচ্ছদ শিল্পী মোতালেব হোসেন
স্বত্ব কবি
প্রথম প্রকাশ জানুয়ারী ২০২১
বিক্রয় মূল্য ২৫০/-
বইটি কিনতে চাইলে এখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত বর্ণনা

কে আমি? একান্নটি কবিতার একটি জ্বালাময়ী বিদ্রোহী কাব্য। প্রতিটা কবিতায় কবি নিজস্ব সত্তা 'আমি'র পরিচয় দিয়েছেন। তিনি কখনো কবি, কখনো আত্মসমালোচক, কখনো বিপ্লবী, কখনো বিদ্রোহী। আবার কখনো অসহায়, কখনো অনুপ্রেরণার বাতিঘর। কখনো আবার মহান সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাসে আত্মসমর্পণকারী। তিনি কখনো অতন্দ্র পহরী, কখনো নবযোদ্ধা, কখনো চির দুর্দম। কখনো সংস্কারমুখী সৈনিক, কখনো জাতির সমালোচক। আবার কখনো তিনি হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো জাগরণের সুধা ঢেলেছেন জাতির সূর্যসন্তানদের কানে।
আমি কবি কবিতায় জাতীয় স্বার্থ ব্যতিরেখে কলমধরা স্বার্থপরদের উদ্দেশ্যে বলেছেন-
"তোষামোদ আর স্বার্থলোভে কলম যারা ধরে
বেজন্মা সব প্রজন্মরা জন্মে তাদের ঘরে"
"যৌনতাতে সুড়সুড়ি আর ধর্মে দিয়ে গালি
কাব্য আঁকা শিল্পীগুলোর ভেতর ভীষণ কালি"

বর্বর আমার জাতি কবিতায় জাতির সমালোচনা করে তিনি বলেছেন-
"পিঠে লাথি মেরে তারা সহোদরে
বাইরে গিয়ে আপন খর্চায় বন্ধু গড়ে"
একই সমালোচনায় আমিই এখন বাংলে দেশ কবিতায় বলেছেন-
"আমি দুর্দম, আমি নির্দয়-শৃঙ্খল-
কই-পুটিরা জিম্মি আমার, রাগব-বোয়ালে দেখাইনা বল"

সুরেক সাধক কবিতায় জাতির সূর্যসন্তানদের ঘুম ভাঙ্গাতে তিনি তার কাব্যবীণায় সুর তুলেছেন-
"জাগো, জাগো, জাগো হে ঘুমন্ত বিবেক
দাসত্বের ভাঙো যত আইন,
মারো, মারো, প্রতিঘাত করো শক্ত হাতে
ঠেকাও, হয়ে ওঠো শক্তিভরা মাইন"

আমি বংশীবাদক কবিতায় তিনি ডাক দিয়েছেন-
"শোনো হে ঘুম মগ্নরা
ভেঙে জাগ ঘুমের ধরা
তোর উঠোন জালিম ভরা
করছে ধ্বস পাষণ্ডরা"

আমি পিপীলিকা কবিতায় তিনি অনুপ্রেরণার সুধা ঢেলেছেন-
"আমি পিপীলিকা; আমি আমাতে করি নির্ভর,
জিতি কিবা হারি হাল নাতো ছাড়ি
আমি চেষ্টায় থাকি পরপর।"

আমি যেদিন নেতা হবো কবিতায় তিনি আশ্বস্ত করেছে-
"এ সমাজ আমাকে যেদিন সেবিতে দিবে তারে,
প্রথম সেদিন জাগাবো আমি তরুণ সমাজটারে।"

তরুণ যুবাদের কতটক প্রয়োজন দেশ গুছাদে, তা কবি বুঝতে পেরে আমি ডাকি কবিতায় বলেছেন-
"হে যুবক, তুমি শুনছো কি?
তোমাকেই এখন দরকার,
তুমি বিনে আর কেউ নেই
হারানো সুদিন ফেরাবার।"

একজন ধর্ষিতা এবং তকর পরিবার কতটা যন্ত্রণার ভেতর দিন কাটে তার বর্ণনার পর আমি ধর্ষিতার বাবা কবিতায় কবি আক্ষেপ করে বলেছেন-
এ দেশের শাসন, নিয়ম-কানুন, আমায় মেরেছে থাবা,
অসহায়, নিরুপায়, নীরব নতজানু আমি ধর্ষিতার বাবা।


'আমি জন্মভূমি গড়তে এসেছি' কবিতায় কবি তার কবিমনের লালিত আশা ব্যক্ত করছেন-
"গলায় পেঁচিয়ে চাদর ব্যাগে আঁটিয়ে অধর
আনমনে কাব্য চাষিতে আসিনি আমি
দেশটাতে যেখানে ব্যথা লাগিয়ে নিরামক সেথা
গড়ে নিতে এসেছি আমার জন্মভূমি।"

জ্বালাময়ী বিদ্রোহী গ্রন্থটির জ্বালাময়ী নামকবিতা 'কে আমি' কবিতায় বলেছেন-
"আমি বিদ্রোহী, আমি প্রতিবাদী, আমি বেপরোয়া নির্ভীক সৈনিক,
আমি সত্যের পথে নিশিজাগা খেচর, প্রতিবাদে কলম চালাই দৈনিক।
আমি ফররুখ আহমদের সাতসাগরের মাঝি; বিবেক জাগানিয়া গান,
আমি জাগ্রতকবি মুহিবখানের প্রতিটা গানের চির বিপ্লবী প্রাণ।
আমি বঙ্গবন্ধু শেখ মুজিব, আমিই সাতই মার্চের অগ্নিঝরা ভাষণ,
আমি ঘূর্ণি হয়ে চূর্ণি যত বিশৃঙ্খল আর পরাশক্তির কঠিন ত্রাসন।
আমি জিয়া-এরশাদ, খালেদা-হাসিনা আর আঠারো কোটি জনতা,
আমি দেশের কাদামাটির সন্তান, বুকে একসাগর মাতৃ-মমতা।"

এছাড়াও আমার পরিচয়, আমি সংগ্রামী, আমি পাঞ্জেরী, আমি শিকারী, আমি খোদানাশী, আমি নবযোদ্ধা প্রভৃতি কবিতায় অসাধারণ নির্মাণের সাক্ষর রেখেছেন।

ভূমিকা


ইচ্ছে ছিলাে রােমান্টিসিজমকে পুজি করে কাব্য ভেলায় ভর করে পাড়ি দিবাে সাহিত্যে সিন্ধু। কিন্তু আশার খরা। কখনো হয়ে উঠলাে না। পিছিয়ে পড়া সমাজ, অনীতির ফাঁদে আটকা মানবতা, ক্ষয়ে ক্ষয়ে বয়ে যাওয়া জাতি আর কাগুজে স্বাধীনতার দেশ দেখে মনের কোটরে জমা রাখা রোমান্টিসিজম নির্মিষেই উবে গেলাে। মিটে গেলোে রােমান্টিকতার স্বাদ অনীতির দাপটে নীতির পরাজয়, মিথ্যের ঘনালােয় সত্যের বনবাস আর অসহায় মানবতার লোক দেখানা হা হুতাশে বদলে গেছে আমার কলমের পথ। বদলে গেছে তার ভাষা। খবরের কাগজ খুললেই ধর্ষণবার্তা, খুন-গুম ও হানাহানির
পাশাপাশি স্বজাত্যবােধের বিকিকিনি, চাটুকারিতার ভয়ঙ্কর রূপ দেখে আমার কলম তুলেছে জাতির আত্মসমালোচনা।

কখনাে এদেশকে বিকলাঙ্গ মনে হয়েছে। কখনাে এ জাতিকে বর্বর মনে হয়েছে। কখনাে ধিক্কার দিয়েছি, কখনো গ্রহেছি।

কে আমি বইটিতে একজন সাধারণ বাংলাদেশীকে খুঁজে পাওয়া যাবে। যার জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ, স্মরণ বাংলাদেশ, বরণ বাংলাদেশ। যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এমন এক বিপ্লবীর কথা বলা আছে- যে এদেশে সমতা চায়, সম্প্রীতি চায়, বলয় চায়, একতা চায়।

এমন একজন বীরের কথা বলা আছে- যে নিরভীক; সদা জাগ্রত দেশপ্রেমিক। যে স্বদেশ গড়তে বঙ্গবন্ধু হতে চায়, শাসন আনতে নুর হােসেন হতে চায়, অধিকার আদায়ে বায়ান্ন হতে চায়, ছিনিয়ে নিতে কলমসৈনিক হিসেবে নিজেকে তুলে ধরতেই বিপ্লবী এক চির বিদ্রোহী প্রতিবাদী কষ্ঠস্বরের নাম "কে আমি?"

উৎসর্গ

ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর

(কে আমি? নুরুল হক নুরকে উৎসর্গ করা প্রথম বই)