তোমার নামে লিখে দেয়া সবটুকু জমি
অনাবাদি রেখে গেলে,
চাইলে ফলাতে পারতে সোনার ফসল।
জমি পেতো জমিত্ব আর আমি তৃপ্তি।
জমির উপর অধিকার ছেড়েছি বলে
পারিনি বর্গা দিতে-
চারপাশের জমিতে হেমন্তের পবনে
ফসল দোলে, নজর কাড়ে।
আর মাঝখানে অনাবাদিটুকু
নষ্ট করেছে জমির স্বতন্ত্রতা।
আবাদের ছোঁয়া বিহীন কতক বছর পর
উর্বরতা হারাবে যখন,
হয়তো বেখেয়ালি আকাশে হেয়ালির
রঙ মুছে উদিত হবে বোধের রঙধনু,
ততদিনে অনুর্বর জমির লাশ দাফনে
ছুটবে নিয়তি............!!