গাত্রে তোমার রাত্র এলে পাত্র ভাঙে আমার হৃদ
অবুঝ মনের সবুজ কানন ত্রিভুজ হয়ে করে বিঁধ।


সুখ সমাহার বুকের আহার যায় কমে তার ভাটিতে
দিন বদলে ভানু জ্বলে নীরব গলে মাটিতে।
আর কতদিন তুমিবিহীন না বাজা বীণ বাজাবো
তুমি এলে দুয়ার খুলে স্বপন মূলে সাজাবো।


গাত্রে তোমার রাত্র এলে পাত্র ভাঙে জল মিছিল
বদ্ধ মনের রুদ্ধ দুয়ার শুদ্ধে ধুয়ে পুরো দিল।


আমার ধারে জীবন পাড়ে নজর কাড়ে যে আলোক
আসুক ঘুরে তোমার দোরে শীতল ভোরে শীস ঢালুক।
খুব যতনে লোভ ছাড়িয়ে ডুব দিয়ে রই বেদনায়
কেউ চড়েনা দিল ভরেনা ভর করেনা ভাঙা নায়।


গাত্রে তোমার রাত্র এলে পাত্র ভাঙে নীরব সুর
থাকি মজে পাখি হয়ে রাখি ইচ্ছে বহুদূর।