এসো নববর্ষ, কুসুমকান্তার মতো,
রঙে রাঙাও প্রাণের প্রতিটি পাঁপড়ি যত।
পূরনো দিনের ধূলিধরা পাতা,
মুছে যাক আজ, ঝরে যাক ব্যথা।
দুঃখ হোক বর্ষার মেঘ,
আশা জাগে রোদ্দুরের ঝলকে।
ব্যর্থতা যেন শুকনো ডাল,
নতুন কুঁড়ির ডাক শুনে মিশে যাক সে অতীতের বিকাল।
শিশিরবিন্দু যেমন ভোরে হাসে,
তেমন করেই হৃদয় প্রেমে ভাসে।
ভাঙা স্বপ্ন হোক দীপ্ত তারা,
যা পথ দেখায় আঁধারে সারা।
বন্ধনে থাকুক মলয়বায়ু,
কর্মে বাজুক শোভাযাত্রার দীপ্ত আয়ু।
নতুন সূর্য উঠুক রঙ্গে,
স্বপ্নেরা উড়ুক জোনাকি সঙ্গে।
আনন্দ হোক পল্লবের নাচে,
নতুন দিন হোক আশীর্বাদের ছাঁচে।
এই বর্ষে প্রাণে প্রাণে,
উদযাপন হোক অফুরান গানে।