বঙ্গবাসী অঙ্গ ভরে রবির তালে তালে
বিদ্যাসাগর সুকান্ত কি মূর্ছিত জঙ্গলে?
বঙ্কিম কি পথের বাঁকে হারিয়ে গ্যাছে তবে?
মানিক ভুলে বঙ্গ শুধু আমার কথা কবে।
একোন দেশে শিক্ষা আমি দিয়েছি পদে পদে।
রামমোহনের মহান হৃদয় ভুলেছে অবাধে।।
খুব মেতেছে আমায় নিয়ে সমাজ জাতাকল।
বন্ধু স্বজন ভুলিয়ে ভরায় আমার চোখে জল।।
ভুলেছ সব বিদ্রোহীকে, শরতের নাই দেখা।
সুকুমার আজ নোটবুক নিয়ে রয়েছে কেন একা?
জগদীশ আজ হারায় হদিশ নিজ ঘরের পথে ।
ট্রাফিক সাজে আমার গানে রঙিন কত রথে ।।
আমি তোমার বলছি রবি কথায় গানে গানে।
সাজিও আমার বন্ধুদেরও তাদের জন্মদিনে ।।
                                        
                 ২৫শে বৈশাখ ১৪২৪(লেনিনগড়)