অনেক কিছু হয়নি বলা।
অনেক প্রহর পার হয়েছে।
বুলেট বুকে দিন পাখিরা,
অন্ধ কবির গান গেয়েছে।।


অনেক কিছু হয়নি বলা।
সন্ধ্যা তারার প্রেম হারা রাত।
বিজ্ঞ লোকের বুদ্ধির খেলা।
বুদ্ধিহীনের প্রশ্নের ছাপ।।


অনেক কিছু হয়নি বলা।
সবুজ পাহাড় রক্ত মাখা।
দাবির নামে  শান্তি হারায়
চিত্র পটে হচ্ছে আঁকা।।


হয়নি বলা ছোট্ট শিশুর,
মা হারানর দুখ জ্বালা।
দ্বি প্রহরের সস্তা খাবার।
যাচ্ছে সরে ছেলে বেলা।।


হয়নি বলা রক্ত মাখা,
বিকেল গুলির অজ্ঞাত বাস।
ধুকতে থাকা শহরতলি'র-
নিকোটিনে বন্দিত শ্বাস।।


বলা হয়নি সেই কথা টা।
যে কথা হয় প্রতিবাদে।
গ্রামের কোনও খড়ের চালে-
ধর্ষিতা রয় অবসাদে।।


না বলা সেই কথা গুলি।
জন্ম নেবে নতুন মনে।
জন্ম নেবে মৃত্যু মানব।
ধান কাঁটা সেই অস্ত্র শানে।।


না বলা সেই কথা গুলি,
বলতে গেলাম কবিতাতে।
কলম আমার থমকে গেল।
রক্ত মাখা ভুল পাতাতে।।