এখন পাড়া থমকে আছে।
থমকে আছে ইচ্ছে মেঘ।
ইচ্ছে মেঘের বৃষ্টি বারন।
বৃষ্টি বারন শেষ ঘুমে'র ।।


ঘরের পরে মৃত্যু ডাকে।
মৃত্যু ডাকে আড্ডা-গান।
আড্ডা গানও থমকে আছে।
থমকে আছে শহরযান।।


খেলার পোশাক সাহস হারায়।
সাহস হারায়, বান্ধবী।
বান্ধবী'দের চুলের খোঁপা।
চুলের খোঁপা'য় মেঘ কবি।।


রাস্তা ঘাটে প্রাক্তনী যায়।
প্রাক্তনী মুখ মাস্কে ভুত।
মাস্কে ঢাকা মৃত্যু প্রেমও ।
মৃত্যু সুলভ কি অদ্ভুত।।


চিরকুট প্রেম স্তব্ধ কেমন।
স্তব্ধ কেমন চিঠির ঘর।
চিঠির ঘরে বার্তা কাঁদে।
বার্তা খোঁজে প্রেমাত্মার।।


থমকে আছে তোমার দেখা।
তোমার দেখায় প্রাণ খুঁজি।
প্রাণ খুঁজি এই উপত্যকায়।
উপত্যকায় রাত বুঝি?


এখনও কত প্রাণ যাবে আর?
প্রাণ খোঁজে এ তল্লাটও।
এ তল্লাটে প্রেম খোঁজা দায়।
প্রেম খোঁজে আজ বজ্জাতও।।


সময় ঘড়ি খুব সাহসী।
খুব সাহসী মন কোণে ।
মন কোণে থাক প্রেমের কথা।
প্রেম কথা থাক মুঠ ফোনে।


অল্প ক'দিন বন্দী দশা।
বন্দি দশা'য় প্রেম জমে।
প্রেম জমে থাক মনে'র ঘরে।
মনের ঘরে'ই সুখ নামে।।


তোমায় পাওয়া বন্দী খামে।
বন্দী খামে'ই ইচ্ছে সুখ।
ইচ্ছে সুখের মনের ঘরে।
মনে'ই কবিরাণী'র মুখ।।