যাদের মাথায় খাদ্য দেশের।
যাদের হাতে প্রাণ বায়ু।
কৃষক গেছে মাটি মেখে।
ভয় নেই তাঁর কারফিউ।।


আমরা তাদের দূরেই রাখি।
জীবন রাখি ঘর বেঁধে।
ডাক্তার নেই বন্দী দশায়।
হাসপাতালেই ভাত রাঁধে।।


রাস্তা জুড়ে মৃত্যু প্রেম আজ।
জড়িয়ে দেশের সন্ধ্যাতে।
কোথায় গেলেন লক্ষ্মী দেবী?
বন্দীদশার এই রাতে।।


অন্ধকারেই গন্ধ ধূপে।
পূজার ডালা মন্দিরে।
আজান ডাকে আল্লা কোথায়?
খুঁজছি যীশুখ্রিষ্টরে।।


আমরা আজও ধর্মভীরু ।
গাইছি মিছেই ধর্ম গান ।
যারা জীবন বাঁচায় মৃত্যু হতে।
কাড়ছি তাদের অধিষ্ঠান।।


তাদের জন্য ভাবনা বারণ।
বন্দী দশার এই দিনে।
কৃষক মাতুক মৃত্যু নেশায়।
আমরা বাঁচি গান শুনে।।


প্রাণ বায়ু তো ধর্ম বাঁচায়।
ধূপের ঘ্রাণে অক্সিজেন।
ধর্ম ভীরু ভারতবাসীর।
এটাই তবে শেষ সিজেন।।


ধর্ম ভুলে কর্মে মেখে,
প্রত্যহ যে বাঁচায় প্রাণ।
তাদের জন্য একশো প্রণাম।
তাদের জন্য আলোর গান।।


বন্দীদশায় কবির কলম।
শব্দ সাজায় আগামীর।
কবিরাণী’র বন্দীদশায় ,
কবির কলম মুক্ত নীড়।।


রচনাঃ২৭-০৩-২০২০ (লেনিনগড়)