খুব দুপুরে। একলা ঘরে।
তোমায় দেখার ছল।
মনখারাপি। অল্প মাপি।
স্তব্ধ কোলাহল।।


রোজ সহসা। এক বচসা।
বাড়ি ফেরার রাগ।
বন্দীদশা। কবির ভাষা।
খুব ফ্যাঁকাসে ফাগ।।


অফিস ফেরা। মানুষ ঘেরা।
রোজ নামচার ভিড়।
ঝগড়া ঝাঁটি। রান্নাবাটি।
অন্ত সমাধির।।


চায়ের কাপে। তোমার রূপে।
একটু চুমুক কম।
খুঁজছি বাসা। ভালোবাসা’র।
একলা থাকার নাম।।


সন্ধ্যা মাখা। গল্পে ঢাকা।
ধোঁয়ার স্বয়ম্বর ।
আঁতকে ওঠে। স্বপ্ন দেখে।
মনের সহচর।।


একটু তবে। ঘরেই রবে।
প্রেম মেখে থাক ফোন।
কণ্ঠে  তোমার। প্রেমের জোয়ার।
একলা কবির মন।।


কবি রাণী। আমি জানি।
কাঁদছে মনের ঘর।
আর তো ক’দিন। স্রোতের নদী।
মিলবে পরস্পর।।


রচনাঃ২৪-২৩-২০২০(লেনিনগড়)