রথ থেমে আছে রাজাদের ভয়ে।
পথ থেমে ষঢ়যন্ত্রে ।
আমার এ ক্লান্ত উপত্যকায়
ধর্ষনও গনতন্ত্রে।।


রাজা হাসিমুখে রামের আসনে।
ঢাকে ভুল ধর্ষনে।
গালাগালি গুলো গলাগলি করে।
অচ্ছুৎ নারী ঘ্রানে।


যদি থাকে রঙ ভুলের আলাপে।
মৃত্যুও থাকে দূরে।
ধর্ষন তবে হোক ক্রমাগত।
ধর্ষকদের ঘরে।।


রাজা তুমি বেশ কালোতেই খেলো।
হিন্দুবাদের পাশা।
কোলাকুলি গুলো খোলাখুলি হলে।
তুমিও পাবে না দিশা।।


লেনিনগড় ০১-১০-২০২০