এই নতুনের গা ঘেঁষে আছে অন্ধকার।
নতুন সূর্যে লেগে আছে মৃত্যু দাবানলের আগুন।
পৃথিবীর বুকে যেন এক নতুন ধ্বংসলীলা।
হালখাতার খাতা ছেড়ে পালিয়েছে দ্বৈমাতুর।
সকল পুরাতনের হিসাব জমছে লাশের ঘরে।


এ নতুন ভোরে  মিছিল নেমেছে কবরে, শ্মশানে।
পথ ঘাটে নেই ফুলের সুবাস। বারুদের গন্ধ।
থমকে আছে নতুনের বাতাস।
ক্লান্তি নেমেছে পথ হাঁটা পরিযায়ী শ্রমিকের।
লক্ষ্মীর ভাঁড়ে পরে আছে হাতে গোনা সিঁকি আধুঁলি।


এ নতুনের মনে নেই পুরাতনের রবি।
জিভে নেই নতুন বছরে নতুনের স্বাদ।
নতুন দ্রাঘিমার প্রতিটি অক্ষ বরাবর মৃত্যু।
সাড়ে ছেষট্টির মাথায় দাঁড়িয়ে নতুন কলম্বাস।
বৈশাখী ঘ্রাণে লেগে আছে বিষাক্ত প্রেম।


তবু নতুনের মনে লেগে থাক নতুনের আশা।
দাম্ভিকতা অস্ত যাক এই নতুনের দেশে।
আবার ফিরে আসুক, খাতা- কলম,
নতুন পোশাকে সেজে উঠুক পৃথিবী
এই নববর্ষের নতুন দিশাতে...
রচনাঃ১৪-০৪-২০২০ (লেনিনগড়_)