ক্লান্ত পথেই ভিড় জমেছে এবার।
ভীড় জমেছে ধর্ম রথের চাকায়।
স্বাদ-হীনতায় বাঁচছে বল কে'বা?
জং ধরেছে ধর্ম নামক পাতায়।।


তুমি আমি কাগজ মুখে চেপে ।
প্রসব ব্যথায় চায়েই চুমুক মারি ।
সার্থ প্রতীক রাজা গেছেন ক্ষেপে।।
শ্লোগান দিয়ে আর টানি'নি দড়ি।।


দুপুর থালা তিয়াত্তরে'র বুকে-
কাঁদছে,আজও খাদ্যের নেই দেখা।
বোম-বারুদেই রাজা আছেন সুখে।।
রক্ত ধোয়ায় ক্ষুধার উপত্যকা।।


ক্লান্তি নামে সব আঠেরো'র ঘরে।
সব আঠারো'ই মোবাইল খামে ভরা।
প্রতিবাদ তো খেলার ছলেই করে।।
ঘুন ধরেছে রক্তবীজের শিড়ায়।।


কলম তবু চলতে থাকে একাই..
চলতে থাকুক মিথ্যাভাষণ রাজার।
বিদ্যাসাগর সাগরে যাক ডুবে।
আর হবেনা ধর্ষিতদের সাজা।।


আমরা আবার কাগজ নিয়ে বসি।
টিভির চ্যানেল এধার-ওধার করে।
নিয়ন আলোয় বাঁচার অংক কষি।।
প্রতিবাদ হোক অন্তরে অন্তরে।।
১৯-১০-২০১৯(লেনিনগড়)বিজয় দাস