ঘুমের খোঁপা আলগা ভীষণ,
রাত খুঁজেছে বন্দরে।
এক হাঁটু চাঁদ মাথার পাশে।
প্রেম পেতেছে অন্তরে।


জাপটে ধরে জামার বোতাম,
আয়না ভোলে চোখের দাগ।
হাতের বাঁধন উষ্ণ কাপে
রঙ ঢেলে দেয় চৈতি ফাগ।।


বইয়ের পাতায় বৃষ্টি ফোঁটা
সুনিল-শক্তি জড়ায় ঠোঁট
শব্দ বাড়ির আত্মীয়তায়
প্রেম ব্যালটে বাড়ছে ভোট।।


তোমায় নিয়ে লিখতে যাওয়া
মন আদরের পাড়ায় পাড়ায়।
চৈত্র মাখা আস্ত বিকেল
ভিজতে থাকে শ্রাবণ ধারায়।।


জড়িয়ে আছো কলম কালির
শব্দচোরা আলমারিতে।
বসন্ত প্রেম রাত দ্রাঘিমার
গাল ছুঁয়ে থাক, মন বাড়িতে।।
রচনাঃ ০৪-০৪-২০২১ (লেনিনগড়)
© Bijayratree বিজয়রাত্রী