কথা থেকে গেছে মুঠ ফোনটাতে
কথা ঢেকে গেছে কালো রাতে।
কথা রেখে গেছে পাশ বালিশে।
ফিরে আসবই ঘর’টাতে।


দিন থেকে যায় চেনা ছবিতে
দিন ঢেকে যায় ফেরা সূর্যে।
দিন রেখে যায় চেনা মুখ গুলো।
মন বেঁধে রয় সোম রবি’তে।


পথ থেকে যায় জেগে রাত ভোর
পথ ঢেকে যায় কড়া শাসনে
পথ রেখে যায় স্মৃতি দোটানায়,
খিদেপেট বাঁধে মন করিডোর।


মন থেকে গেছে সেই বাড়িতে।
মন ঢেকে গেছে কারফিউতে
মন রেখে গেছে চেনা স্মৃতিদের
ঘরে ভাত নেই আজ হাঁড়িতে।


পরিযায়ী থেকে গেছে ঘর হীন
পরিযায়ী ঢেকে গেছে পথ ঘাট
পরিযায়ী রেখে গেছে পরিবার
পৃথিবীও নাকি আজ পরাধীন।।


রচনাঃ ২৮-০৪-২০২০ (লেনিনগড়)