আসলো যে আজ লাগলো যে দোল পলাশ-শিমুল মনে।
তিক্ত হৃদয় রঙ মাখা মেঘ মনের কোণে কোণে।।
            লাল, নীল আর হলুদ সাথে,
            রাখলে ও হাত আমার হাতে।
বুঝেও সে রঙ অবুঝ কেন তিমির হৃদয় সনে।
আসলে রঙিন ঠিকই হতো মন, তব আলিঙ্গনে।।


রঙ লেগেছে চক্রবালে, রঙ লেগেছে গৌরী মনে।
হারিয়ে গেছে ছেলেবেলার রঙখেলা এই মাতালপ্রানে।।
              ফিকে রঙের টানে হৃদয়,
             মিছেই খেলে অধ্যাবসায়।
পূনিমারই  চাঁদ যেন আজ ধান্যেস্বরী যাচে।।
লাল সবুজের মোক্ষ লাভের আশায় হৃদয় বাঁচে।।
              ফুসলানো সব পীতাম্বরী ,
             ঢাকি কিংশুক প্রহর করি।
অঝোর ধারায় ভিজছে সমাজ রঙের প্রহসনে।
দেখছে কত স্বপন রঙিন, রঙের সনে-সনে।।


ক্ষীয়মান এই স্বপন যবে, টুকরো অবশেষে।
হরবোলা সব মনুর পুত্র যাবেই রঙে ভেসে।।
              পাখশাটেরই শব্দ শুনে,
            কাঁদবে গৃহে খুব গোপনে।
রঙিন খেলার শব্দ বাজী, কবে হবে আর অন্ত?
বিশাল সমাজ, মুক্ত হৃদয়, হয়ে গেছে আজ শ্রান্ত।।

           রচনা-২৭ শে মার্চ ২০১৩),নিউ ব্যারাকপুর