আমার সাথে হারিয়ে যাবি? নীল আকাশের পাড়ে।
যেখানে সব নতুন পাখি শান্ত সমাজ গড়ে।।
       হাওয়ার সাথে তাল মিলিয়ে,
       ফুটে ওঠে ফুল খিলখিলিয়ে।
চলনা মোরা যাই হারিয়ে, দূর সাগরের পাড়ে।
যেখানে কেউ চিনবে না আর তোরে বা আমারে।।


ছোট্ট আশার বাসা বেঁধে, থাকবো দুজন সাথে।
দিনের বেলায় সূর্যালোক আর চাঁদ থাকবে রাতে।।
        জোনাকিরা সাজিয়ে প্রদীপ,
          অন্ধকারে ছোট্ট সে দ্বীপ।।
উঠবে সেজে স্বপ্ন- হৃদয় মনের গোপন ঘরে।
যেথায় শুধু থাকবে আলো ঘন অন্ধকারে।।


দিনের বেলা গানের পাখি বাঁধবে সুর কানে।
রাত্রি তখন আসবে সেথায়,সাজতে গানে গানে।।
           সাগর জলে পা ডুবিয়ে,
           যাবে হৃদয় মন হারিয়ে।।
তিক্ত করা রিক্ত সমাজ আসবে না আর দ্বারে।
বাঁধবো নতুন আশা মোরা, মোদের হৃদয় নীড়ে।।


কোথায় তখন রাজার নীতি, কোথায় বা সন্ত্রাস?
কেউ আমাদের শান্ত তটে করবেনা পরিহাস।।
           নেই সেখানে দলের কালি,
            শান্তি বিরাজ করবে অলি।
আসবে ছুটে দুষ্টু পাখি ভালবাসার তরে।
ফুল ছড়িয়ে দেবে আশিষ মোদের বাসর ঘরে।।


রঙের প্রভেদ জন-জাতিভেদ বিকিয়ে দিয়ে মোরা।
গড়বো একটা নতুন জগৎ রাজনীতিকে ছাড়া।।
           রঙের কালি নিঃস্ব করে,
           গড়বো সমাজ ভুবন ভরে।
বাঁচবে মানুষ সুস্থ ভাবে নিজ নিজ নীড়ে।
চলনা! মোরা যাই হারিয়ে দূর পাহাড়ের ধারে।।


যেথায় মোরা দেখবো না আর ভোট ভিক্ষার ঝুলি।
দেখবো না আর দেশ-কঙ্কাল, মৃত মানবের খুলি।।
              জমি উচ্ছেদ, ছাত্র লড়াই,
          করবো মোরা ঝারাই- পোছাই।
করবো না আর মাথা নিচু, কোনও নেতার ডরে।
চল পালিয়ে, যাই হারিয়ে, রাজনীতিকে ছেড়ে।।


         রচনাঃ (২৬ শে ফেব্রুয়ারি২০১২), লেনিনগড়