আমি আজও তেমনি আছি, যেমনি ছিলাম সেদিন প্রাতে।
আমি আজও সাজাই স্বপন, তোকে নিয়ে নিশ্বঃরাতে।
তুই তো শুধু ভেবেই সাড়া, বদলে গেছি সময় ভরে।
আমি তো তোর মনের গলির, পথিক আজও ঘোর তিমিরে।
তোর ভাবনার মাঝে যখন, অন্য মলয় রাত্রি-দিন।
আমার ভূবন মাঝে তখন প্রেমের বাসর হয় বিলীন।
আমার হৃদয় রাজারনিতীর ক্ষনস্থায়ী ব্যাক্তি নয়।
পাঁচ বছরের শাসন সভায় মনে থাকে মৃত্যুভয়.
সময় ঠিকই বদলে আসে, বদলে ফেরে হাওয়ার গান।
আমি আজও তেমনি আছি, যেমনি নদী প্রবাহমান..…


রচনাঃ ১৪-০৪-২০১৫(লেনিনগড়