কোন দেশেতে হারিয়ে গেলি ছোট্ট সোনা বোনটি আমার?
কোন কূলেতে বাঁধলি তরী, পাইনা খুজে তোকে যে আর।
রাতের তারায় খুজে ফেরা,নিঃস্বতারই চাদর লয়ে।
মিছেই শুধু অপেক্ষা আর মিথ্যে কথার গান শুনিয়ে।
ছোট্ট বেলার আতসবাজি,রাখি,ফোঁটায় ,খুব হইচই।
তারার মাঝে ঘর সাজিয়ে, মোদের মাঝে
আজ তুই নেই।
আমার য্খন শরীর খারাপ আসতি ছুটে খেলা ছেড়ে,
আজকে আমার মন যে খারাপ,তুই জানি আর ফিরবি না রে!
স্মৃতীর মাঝে আছিস বেচেঁ দুখঃ ঢেউয়ের দোলা নিয়ে।
ভালো থাকিস, যেথায় থাকিস ভোরের ফুলের সঙ্গী হয়ে।
রচনাঃ১৩-১১-২০১৫(লেনিনগড়)