হারিয়ে গেছে মোর জীবনের বিষের ভালবাসা,
তোমর মুখের কুত্সা বাঁকে,রোদ  নেভানো গাছের ফাঁকে,
সমলোচনা, বিড়ম্বনা একলা থাকার এ যন্ত্রণা,
সাজিয়েছে তাই  জটিল  হৃদয়  মন ভাঙ্গানো  আশা।
হারিয়ে গেছে মোর জীবনের বিষের ভালবাসা।।


নিত্য-নতুন দিনের সাথে, হারিয়ে ছিলে মোর বাহুতে।
হাত  সরিয়ে নিলে ঘৃণায়,মোর হৃদয়ে আঘাত হানায়।
আমার মনের ছন্দ ভেঙ্গে, অন্য পথের আলিঙ্গনে,
হারিয়ে গেছো  অস্তমিতে, ভেঙ্গে জীবনের আশা।
হারিয়ে গেছে মোর  জীবনের বিষের ভালবাসা।।


ওড়না দিয়ে মুখ ঢেকো না, চাঁদ  যে ডুবে যাবে।
তোমার হাতের পরশ দিলে , ভ্রমর মধু পাবে।
হাস্নাহেনার গন্ধ দিয়ে, সাজিয়ে নিও তোমায়  প্রিয়ে।
ভেবে নিও ইহাই যেন আমার  প্রেমের নেশা।
হারিয়ে গেছে মোর জীবনের বিষের ভালবাসা।।


হয়তো  একলা নদী তটে দাড়িয়ে  ছিলে তুমিই  বটে !
নদীর জলরাশিরা তাই, বলছে তোমায় দোহাই  দোহাই ..
তোমার আঁখির  অশ্রু রশি,কইছে "নদী ভালবাসি...
দূর করে তাই দিলো  তোমায় স্তব্দ করো  পেশা।
হারিয়ে গেছে মোর  জীবনের বিষের ভালবাসা।।


কখনোও কি আকাশ পানে তাকিয়েছিলে তুমি ?
দূর আকাশের  নিভ্র তারায় দাড়িয়ে ছিলেম আমি।
অবাক চোখের দৃষ্টিপাতে, এঁকেছি তোমায় কল্পনাতে।
জানিয়ে দিলেম তোমায় আমার নীরব ভালবাসা।
হারিয়ে গেছে মোর জীবনের বিষের ভালবাসা।।
রচনা : ৩০/১১/২০১০(বিরাটী)