মস্তিষ্কে মস্তিষ্কে যেন এক অচেনা অতিথি।
খাতার পাতায় পাতায় যখন তোমার নামে ভরা।
মন যখন তোমার ভালবাসায় উন্মাদ,
মুখে জ্বলন্ত সিগারেট আর মনে তুমি।
রাত্রি তখন যদি তোমায় প্রশ্ন করি ভালবাসবে কি আমায় ?


মন যখন চাইছে তোমার সু উষ্ণ  ঠোঁট,তোমার থম থমে শরীর।
যখন মনের মাঝে তোমার ছবি ভেসে ওঠে প্রতিনিয়ত।
হয়তো  কোন রাতে তোমার শরীরকে আপন করি।
বৃষ্টি ভেজা কোন রাতে তোমার উষ্ণ ঠোঁটে, ঠোঁট রাখি।
রাত্রি তখন যদি তোমায় প্রশ্ন করি ভালবাসবে তো  আমায় ?


উদীয়মান রবি যখন আধো ভালবাসা জাগায়।
তোমার বেডরুমে যখন কোনও ম্যাগাজিন পড়ে থাকে।
ভালবাসার মানে যখন অস্তিত্বহীন হয়ে পড়ে।
গোধূলী বেলা যখন তোমায় ডেকে ওঠে।
রাত্রি তখন যদি তোমায় প্রশ্ন করি ভালবাসবে তো  আমায় ?


কবিতার বই গুলি পড়তে পড়তে যখন ছন্দহীন হয়ে পড়ে।
তোমার কথা ভাবতে ভাবতে যখন হৃদয়ে ভাঙ্গন ধরে।
তোমার  ভালোবাসার স্মৃতি যখন আমায় উদ্বিগ্ন করে।
নীলাভ চাঁদ যখন আকাশে   অপেক্ষারত ।
রাত্রি তখন যদি তোমায় প্রশ্ন করি ভালবাসবে তো  আমায় ?


বিকেল বেলায় মন যখন একাকী হয়ে পড়ে ,
হৃদয়ের নব বসন্তের পাতা গুলি যখন ঝড়ে  পড়ে।
মনের পথ ধরে যখন বসন্তের আনাগোনা ,
আর মনের ভালোবাসার বাসরে যখন তুমি।
রাত্রি তখন যদি তোমায় প্রশ্ন করি ভালবাসবে তো  আমায়


রচনা :২৪-১০-২০১২
বিরাটী