আমি প্রেমে পড়িনি রাত্রি,
ভোরের আলোয় জড়িয়ে আমি সাজাই “বিজয়রাত্রি”।।
তোর কালো চোখের অন্দরেতে খুঁজেছি জীবন।
অন্ধকারের ভ্রুকুটিতে মন হল লুণ্ঠন।।
তোর একাকীত্বের সঙ্গী হতে পথ খুঁজেছি এসে।
হারিয়েছি তোর দেহের মাঝে ঘড়ির কাটার দেশে।।
তোর খোলা চুলের গন্ধ মেখে উঠতে আঁধার জুড়ে।
ঘুম কাতুরে বাঙ্গাল হৃদয় হাতছানিতেই ওড়ে।।
তোর আঁচলের স্নিগ্ধ ছোঁয়ায় ভরিয়ে তুলে মন।
তোর ছোঁয়াতে উষ্ণপ্রানে এহেন ক্রন্দন।।
নিরালক এ সময় মাগে তব আলিঙ্গন।
মোর ব্যর্থ চাওয়ায় একটু সময় দেয়নি ঘড়ির প্রাণ।।
নক্ষত্র সব মেশায় তোকে , মায়াবী আলোর দেশে।
ভোরের নেশায় আমিও দেখি মত্ত অবশেষে.........


                            রচনাঃ ২২-০৭-২০১৬(লেনিনগড়)