আজ হারায় শহর ব্যস্ত ভিড়ে কংক্রিট মোড়া পথে।
আমি ভিড়ের মাঝে সাজিয়ে তুলি আমার আমিটাকে।।
আমার কলম যেন রুদ্ধশ্বাসে ছুটছে মুক্তটানে।
লেখার পাতা সাজছে বিমান উড়েছে আনমনে।।
আজ পিছুটানহীন জীবন আমার নতুন করে আসে।
তুমি ভালোবাসার প্রলেপ শুধুই জ্বেলেছ অভ্যাসে।।
আমি আজও আবার বিকেল হলে আড্ডা জমাই একা।
জানি যাচ্ছ দূরে, আমায় ছেড়ে আর হবেনা দেখা।।
আজ ভিজে পথে তোমায় খুঁজি, খুঁজি তোমার হাত।
তবু স্মৃতির ধূলা মেখে ফিরি জড়িয়ে ফুটপাত।।
আজ একলা ভিজি শ্রাবন ধারায়, বারির টানে নয়।
মুছতে মুছতে হারিয়ে গেছে জীবনের অধ্যায়।।
আজ মানচিত্র বদলেছে মোর সিগারেটের টানে।
তুমি ব্যস্ত আজি, ভুলের বাঁশি বাজাতে প্রানপনে।।
মোর মাঝে নেই শান্তি কেবল দুঃখ আছে ভরে।
আছে কেবল “রাত্রি” জানি মোর ভাঙা অন্তরে।।
তোমার চোখের কাজলে মোর প্রেমখানি হত আঁকা।
সেকাজলের আখি খানি মোর, আর হবেনা দেখা।।
তুমি অন্যসুরে গান বাঁধও আজ অন্যসুরে গাও।
আমি তোমার নবতীরের ঘাটে বাধব না মোর নাও।।
এখন আমার নতুন গৃহে ফুলেরা ভিড় করে।
বাইরে তাহার শাহজাহান দেখি, মমতাজ অন্দরে।।
সাদা ফুলের মালায় ভরা শেষের পাতা লেখা মোর।
আজ মৃতপ্রেমের স্মৃতির সাথে সাজাই আমার নতুন ভোর।।
       রচনাঃ ০৮-০৮-২০১৬( লেনিনগড়)