তোমরা আমায় রক্ত দিলে,  দেশ পেল তাই স্বাধীনতা ।
একোন সমাজ গড়লে আজি, গৃহের শোভা বারবনিতা ।।
কত আশার বাসা বেঁধে,   প্রান দিয়েছি দেশের লাগি।
কোলের শিশু ছুড়ে ফেলে, মা হয়েছেন দেশ সোহাগী।।
আজ সে দেশে দেখছি সদা, গণতন্ত্র হচ্ছে চুরি।
সত্য দেশের সেবক বেঁধে, চোর সেজেছে রাত প্রহরী।।
মোর জন্মদিনের স্লোগান দিয়ে, হচ্ছে চুরি ছেলেবেলা।
রঙের মোড়ক জড়ায় বুকে, চলছে শুধুই নিত্যলীলা।।
মোর গলাতে জড়িয়ে মালা , চলছে শুধু মিথ্যে স্লোগান।
মিথ্যে কতক কাব্য লয়ে, বলছ আজি সুভাষ মহান।।
যবে মহানতার সরিয়ে প্রলেপ, রচিবে আমায় সত্য গানে।
বুঝব আমি স্বাধীন এদেশ, হাসবো আমি জন্মদিনে।।  
                                রচনাঃ ২৩-০১-২০১৭(লেনিনগড়)