পথের ধারে কাঁদছে শিশু, মা হারানোর যন্ত্রণাতে
দেবীর পূজা চলছে দেশে, বাদ্যি বাজে বন্দনাতে।।
জনগণের ভাষা যেথায়, স্তব্দ থাকে রাজার ভয়ে।
গণতন্ত্রের মূক সমাবেশ, সমাজ আজও চলছে বয়ে।।
শিক্ষা নামে যেদেশেতে, শেখায় আজও রঙের বিচার।
সেই দেশেতে কেমনে হবে, সংস্কৃতির সত্য প্রসার?
কন্যা ভ্রূণের মৃত্যু যেথা, নিত্য দিনের খেলার সাথী।
চক্রবালের অন্তরালে, অস্ত যেথায় আজ প্রসূতি।।
তন্ত্র যেথায় মন্ত্র ভেবে, ভুল করে যায় দেশের শাসন।
সে দেশেরই প্রজাতন্ত্র, কেমনে পাবে বিশ্ব আসন?
স্বাধীন প্রজা সাজায় যেদেশ, পড়ে শুধু মন্ত্র ভুলে ।
দুঃখ আমার মনেই থাকুক,  প্রজাতন্ত্রের অন্তরালে।।
                                                                                             ২৫-০১-২০১৭(লেনিনগড়)