ধুয়ে মুছে যায় সোনা রোদ্দুর।
গতরাত থেমে আছে কপালে।
কার মন্দির গেছে ঘুরতে।
কোন আজান দেওয়ার সকালে।


ঘরে চাল নেই। নেই ভিক্ষা।
তবু পতাকার আজ উৎসব।
সুরে গান নেই। নেই শিক্ষা।
রঙ মাখামাখি নিয়ে কলরব।


কোন দাদাদের সাথে আতাঁতে
দর কষাকষি চলে রক্তের।
তুমি মিছিল ডেকেছো পাতাতে
ভাঙা শব্দের পরিবর্তে।


পথসভা ভেঙে দিও শাসনের।
তবু ব্রিগেড ভরবে কলমেই।
ভাঙা পাঁজর সাজিয়ে আসনে
আমি ফিরবো মানব ধর্মেই।


দেশ বেঁচে দাও জানি রোজ দিন।
বোম-বারুদের কথা কিনতে।
প্রিয় দুপুরের থালা ভাত হীন।
গেছে অধিকার খুঁজে আনতে।।


আমি বার বার করি চিৎকার।
দেশ খামোখা নেচেছে গানে।
আছে ব্যারিকেড এই দেশটার
নেই ভারত- পাকিস্তানের।।
রচনাঃ ০৬-০৪-২০২১( লেনিনগড়)