আজি প্রতিবাদীর ভাষা শুনে কম্পিত হয় মন।
প্রতিবাদেই বেঁচে থাকে,প্রেমের সাতকাহন।।
প্রেম বিনা কি বিদ্রোহ হয় ?প্রেম বিনা কি প্রতিবাদ?
প্রেমের মায়ায় বাঁধলে বাসা,বিদ্রোহী হয় শান্ত রাত।।
ফুলের লাগি প্রেম আছে তাই,বিদ্রোহিণী পতঙ্গ।।
মুক্তাকাশে মেলতে ডানা,বিদ্রোহী হয় বিহঙ্গ।।
প্রেম যেন; ঠিক মুক্তা স্বরূপ,বসত কঠিন অন্তরে।
বিদ্রোহী হয় ঝিনুক সেথায়,প্রেম থাকে তার অন্দরে।।
চোখের মনির প্রেম সাজাতে,বিদ্রোহী হয় পলক তার।
শরীর সাঁজে বিদ্রোহিণী,বাঁধতে হৃদয় প্রেমাত্মার।।
যদি সঞ্চারে প্রেম সমাজ জুড়ে, সুন্দরতায় সাঁজে প্রাণ।
সেদিন বিদ্রোহ সব মূর্ছা যাবে,ভরবে সুরে প্রেমাঙ্গন ।।
                           রচনাঃ২৩-০৩-২০১৭(লেনিনগড়)