ছেঁড়া মন্দির। ফাঁকা পথ ঘাট। চেনা নীতি বোধ।
শত চিৎকার।
ঘরে চাল নেই। চোখে ঘুম নেই। শত প্রতিরোধ।
আজ ভিক্ষার।


কত রক্ত। কত বিক্ষোভ। তবু দলাদলি ।
এই জাতী’তে।
যার বেঁচে আছে। যারা চলে গেছে। সব গলাগলি।
রাজনীতি’তে।।


এই সময়ে। মন যে ভয়ে। কাঁপে থরথর।
রাত ঘুমেতে।
রোজ সকালে। রাত’টা ভুলে। জমা হয় ঘর।
চা’র কাপে’তে।।


ছেঁড়া পোশাকের। যত কান্না। সব মিলে মিশে।
হয় গল্প।
ভাঙা ঘরটার। শেষ নিঃশ্বাস। রঙ বিষে বিষে।
হয় অল্প।


রোজ বিকেলের। সব আড্ডা। মেখে কাঁটাতার।
কালো রক্ত।
গীতা- কোরানের। যীশু খ্রিস্ট্রের। বাণী সৎকার।
তবু শক্ত।


আজ গেরুয়া। কাল লাল রঙ। ভেজা সবুজে।
শিশু কনসার্ট।
কবে পাবে ভাত। থালা দুপরের। খুব সহজে।
চেনা ফুটপাথ।।


এই কলমের। ভেজা কালিতে। আজও লেগে থাক।
পরিযায়ী হাত।
চেনা রোদ্দুর। ভিজে পৃথিবী। দ্রাঘিমাতে পাক।
দুটো ডাল ভাত।
রচনাঃ ২২-০৩-২০২০(লেনিনগড়)