গল্প তোমার বড্ড বোকা।
গরু কখনও ওঠে গাছে?
ফড়িং নাকি দোলায় পাখা।
ভালুক নাকি ভীষণ নাচে।।


কেশর নড়ে সিংহ মামার।
সিংহ কেন মামা হবে?
আমার মা কি সিংহী দাদু?
শুনলে এসে মা পেটাবে।।


তুমি আমায় গল্প শোনাও ,
নীল পরীদের পাখনা মেলা।
কিংবা দূরের আকাশ জুড়ে,
সারাদিনই মেঘের খেলা।।


এই দেখেছো, বলছো আবার
কাকাতুয়ার গানের বুলি।
ভাল্লাগেনা শুনতে তোমার ,
এক ঘেয়ে এই গল্প গুলি।।


এবার আমি বলছি শোনো।
একদিন আমি বড় হবো।
তোমায় নিয়ে এঘর ছেড়ে,
পক্ষীরাজে পাড়ি দেব।।


তোমার যখন শরীর খারাপ
জ্বরের ঘোরে বাবাকে ডাকো
টি.ভি র শব্দে বাবা মাতে
তোমার কষ্ট শোনে নাকো


যখন তুমি বিকেল বেলায়
হাঁটতে বেরোও রাস্তা ধরে
তোমায় নিয়ে বাবার সাথে
মা কেবলই ঝগড়া করে


আর বেশিদিন পারবনা এই
শুনতে কথা তোমার বাবার
পারবোনা আর দিতে আমি
তিন প্রহরে তাকে খাবার


মা তোমাকে খাবার দিলে,
মিথ্যে কেবল গল্প বলে।
এবেলাতে ডালই শুধু,
টাকা দেয়নি তোমার ছেলে।।


আমারা যখন খাচ্ছি বসে,
টেবিল জুড়ে কত খাবার।
এগুলি সব সত্যি দাদু
ভেবনা তুমি গল্প আবার।।