এবার তুমি তৈরি থেকো,
                             দামামার শব্দ সেজে উঠেছে প্রায়-
                          রক্তেরা ফুটছে আগামীর শিরায় শিরায়।
                         ঘাম গুলি উবে যাচ্ছে বিদ্রোহের হুংকারে।
                       মাটি মাখা মানুষ গুলি আজ, লাঙলের ফলা।
                              যারা চাবুক মেরেছো এতদিন।
                          এবার তৈরি থাকো, প্রতিউত্তরের জন্য।
                       অস্ত্র গুলি প্রাচীনতা ছেড়েছে, নতুনের ছোঁয়ায়।
                         কাস্তে কিংবা রাইফেলের নিঃশ্বাস রুদ্ধ করে-
                             আজ প্রস্তুত হচ্ছে নতুনের মগজাস্ত্র।
                                 রক্তের কোনও নদী বইবে না।
                        একশো কিংবা হাজার শরীর এক জায়গায় এসে-
                     চিৎকার করে, প্রতিবাদী বক্তৃতায় জড়াবে না সমাজকে।
                   অপসংস্কৃতির আগুনে জ্বলে ভস্ম হবেনা নব প্রজন্মের আত্মা।
এবারও মিছিল হবে,
                              জমায়েত হবে, শত সহস্র মস্তিস্কের।
                         চিৎকারের আগুনে ভস্ম হবে, শত ভুলের মহিরুহু।
                          আবার ব্রিগেড তৈরি হবে, প্রতিটি নতুনের মনে।
                    শাসনতন্ত্রের চাবি কাঠি আর ছুঁতে পারবে না এই সমাবেশ।
               কংক্রিট ভেঙে ছিনিয়ে আনবে, অপসংস্কৃতির কালি মাখা হৃদপিন্ড।
                          টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে সারা বাংলায়।
তুমি তৈরি থেকো,
                        বাংলার প্রতিটি ফাগের অন্তরে জমছে জলন্ত লাভা।
                       নতুন আগুন জ্বলছে, প্রতিটি আঠেরোর মাইটোকন্ড্রিয়ায়।
                                     তুমি তৈরি থেকো... দুর্যোধন।
                                          রচনাঃ২৮-১২-২০১৭(লেনিনগড়)