এভাবেই হোক ফেরা।
বুকে লেখা থাক শেষ চিৎকারটুকু
ভুলের আগুনে যতটা হয়েছে পোড়া
চেনা ডাল ভাতে শ্রমিকের হোক দুপুর।।


এভাবেই হোক দেখা।
লাঙল ফলার ধারেও শ্লোগান শিখো
মাটি মেখে গায়ে চাষীদের প্রিয় সখা
ফসলের গায়ে আগামীর গান লিখও


এভাবেই হোক চেনা।
কারা ফিরে গেছে আখের গুছিয়ে ঘরে
ধর্মের গায়ে কারা লাগিয়েছে ফণা
বিভেদ এনেছে কারা বাংলার দ্বারে।।


এভাবেই হোক বিচার।
রাম-আল্লাহর পূজা হবে কোন ফুলে
বুদ্ধ-যীশুকে আলো কে দিয়েছে বাঁচার
বিভেদ বাঁধন কোন রাজা দেবে খুলে।।


এভাবেই হোক উত্তর।
অতীতের যত ভুলের আগল খুলে
পতিতাও হোক কান্ডারি এই যুদ্ধর
ব্যালটের গায়ে লেখা থাক নাম স্কুলের।।


রচনাঃ ০২-০৪-২০২১(লেনিনগড়)