পথের কোণে জন্ম মোদের;
কাটে পথে দিন,
পথে পথে চলতে থাকে;
বারো মাসের রুটিন।


কোন দিবসে জন্ম আমার;
নেইকো তারিখ দিন,
পেট টি পুরে পাই না খেতে;
কিসের আবার জন্মদিন।


এখানে সেখানে ঘুরে বেড়াই;
ক্ষুধায় কাতর আমরা,
হাত বাড়ালেই তোমরা বলো;
থাকো এখানে কামলা।


রেল ষ্টেশন, বাস স্টপে;
ঘুরে ঘুরে যায় বেলা,
সাহেব, বিবিরা করে শুধু
অবজ্ঞা আর অবহেলা।


তোমরা যখন পোলাও কর্মা;
খাও অনেক মজায়,
ক্ষুধার জ্বালায় থাকি মোরা
ভুগি পুষ্টি হীনতায়।


তোমরা খাবার নষ্ট করো;
ছুড়ে ফেলো ডাষ্টে,
কুড়িয়ে সেথা আহার করি;
ক্ষুধা মেটানোর কষ্টে।


আমাদের নিয়ে কেউ ভাবেনা;
লোক দেখানো সংস্থা,
কথা বলে ফাটিয়ে দাও;
কিছুই করোনা ব্যবস্থা।


সবার চোখে আমরা অমানুষ;
কেউ বাসেনা ভালো,
সকল দুখের মাঝেও মোরা;
খুঁজি আশার আলো।