কায়কোবাদ, ১৮৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পুরব পারা গ্রামে জন্ম গ্রহন করেন৷ তার আসল নাম মুহাম্মদ কাজেম আলি কুরাইশী৷ প্রবিশিকা পরজন্ত লেখাপরা করে তিনি ডাক বিভাবে চাকরি নেন৷ অনেক দিন ধরে তিনি নিজ গ্রামে আগ্লাতে পোষ্টমাস্টারের দাইত্ব পালন করেছেন৷ ছোটোবেলা থেকেই কবিতা লেখা থাকে তার হাতে খরি হয়৷ তারপর৷ আপন সভাবে তিনি লিখে গেছেন৷ তার রচিত মহাশ্মশান,কিখ্যাত মহাকাব্য৷ তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিবমন্দির,অমিয়ধারা,মহ্রররম শরিফ,ইত্যাদি৷ ১৯৫১ খ্রিষ্টাব্দে কবি কায়কোবাদ ধাকায় মারা জান৷